অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া-আগরতলা সড়কে সদর উপজেলার কোড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে মহিবুল ইসলাম (৩৮) ও পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে শাহীন চৌধুরী (৪৮)। এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে মহিবুল ও শাহীন জেলা শহর থেকে আখাউড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডার রেলওয়ে কেবিন জংশন এলাকায় বিপরীত দিক থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মহিবুল ও শাহীন সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন এক শিশু, দুই নারীসহ আহত পাঁচজনকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।