উগান্ডাকে ১৮৪ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তান

বিশ্বকাপে নবাগত, এমনকি ক্রিকেটেই নতুন দল বলা চলে উগান্ডাকে। কিন্তু সংকল্প আর উদ্যম তাদেরকে নিয়ে এসেছে বিশ্ব আসর পর্যন্ত। টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই রশিদ খানের আফগানিস্তানের মুখোমুখি হয়েছে উগান্ডা। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৩ রান সংগ্রহ করে আফগানরা। দুই ওপেনার ১৫৪ রানের জুটি গড়ে তুলেছিলেন।

তবে দুই ওপেনার যেভাবে ব্যাট করেছেন এবং রান তুলেছেন, আফগানিস্তান ইনিংসের শেষটা সেভাবে হলো না। উদ্বোধনী জুটি ভাঙার পর শেষ ৬টি ওভারে কোনো রানই উঠলো না। বরং, ৫টি উইকেট হারিয়েছে রশিদ খানের দল।

১৫৪ রানের জুটি গড়ার পর ১৪.৩ ওভারে বিচ্ছিন্ন হন গুরবাজ এবং ইবরাহিম জাদরান। ৪৬ বল খেলে ৭০ রান করে আউট হন ইবরাহিম জাদরান। ৯টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। ২ রান বিরতি দিয়ে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজও। ৪৫ বলে তিনি খেলেন ৭৬ রনের ইনিংস। ৪টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি।

এরপর নজিবুল্লাহ জাদরান ২ রানে, গুলবাদিন নাইব ৪ রানে, আজমত উল্লাহ ওমরজাই ৫ রানে আউট হন। মোহাম্মদ নবি ১৪ রানে এবং রশিদ খান ২ রানে অপরাজিত থাকেন।