বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নবীয়াবাদ এলাকার উত্তরপাড়া সীমান্তের ২০৬১/১ এস পিলাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. আল আমিন (২৮) ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি আনন্দপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম।
তিনি জানান, নবীয়াবাদ এলাকাটি মাদক ও চোরাচালান প্রবণ এলাকা। সেখানে বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করে। তার গলা ও বুকে গুলিবিদ্ধ হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত জানান, তিনি এ ঘটনা জানেন না। তবে গণমাধ্যমকর্মীদের কাছে শোনার পর খোঁজখবর নিচ্ছেন বলে জানান ওসি।
এর আগে গত ৯ই জুন কুমিল্লার বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়া সীমান্ত দিয়ে আসার সময় আনোয়ার নামে এক ব্যক্তিকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শংকুচাইল বিজিবি ক্যাম্পের কাঁটাতারের বেড়ার পাশে তার মরদেহ পড়তে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।