গাঁজাসহ বেআইনি মাদক নেওয়ার অভিযোগে অস্কারপ্রাপ্ত কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’–এর অভিনেতা লি সান কিয়োনকে জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। খবর বার্তাসংস্থা ইয়োনহ্যাপের
তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ ওঠার পর বিতর্কের ঝড় ওঠে। এর মধ্যেই গতকাল শনিবার ইনচন পুলিশ স্টেশনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি এ বছর দক্ষিণ কোরিয়ার গ্যাংনাম জেলার একটি নাইটক্লাবে একাধিকবার বেআইনি মাদক নিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে গতকাল লি সান কিয়োনের ইউরিন ও চুলের নমুনা নেওয়া হয়।
ইনচন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রাথমিক নমুনা পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এসেছে। মাদক গ্রহণের ১০ দিনের মধ্যে এই পরীক্ষা করাতে হয়, অন্যথায় সঠিক ফল মেলে না।
ফলে সেই নমুনা ন্যাশনাল ফরেনসিক সার্ভিসে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। সেই ফল এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা ইয়োনহ্যাপকে বলেছেন, ‘ফরেনসিক সার্ভিসের ফল পেতে মাসখানেক অপেক্ষায় থাকতে হবে আমাদের।’
জিজ্ঞাসাবাদের পর লি সান কিয়োন সাংবাদিকদের বলেন, ‘আমার মুঠোফোন জমা দিয়েছি। পুলিশের প্রশ্নের উত্তর দিয়েছি। আবারও ডাকলে আমি সর্বাত্মক সহযোগিতা করব।’
৪৮ বছর বয়সী এই অভিনেতাকে দক্ষিণ কোরিয়ার বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গত মাসে গ্যাংনামের একটি নাইটক্লাবে বেআইনি মাদক বিক্রি নিয়ে এক মামলার তদন্ত করতে গিয়ে লি সান কিয়োনসহ আটজনের নাম আসে। যাঁরা সেই নাইটক্লাব থেকে গাঁজাসহ কয়েকটি বেআইনি মাদক গ্রহণ করেছেন। এরপরই লি সান কিয়োনকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।