চানখারপুলে আন্দোলনকারী ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের রাতুল ও এফ রহমান হলের শুভ এবং ঢাকা কলেজ শিক্ষার্থী শাফিন।

জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর চানখারপুল মোড়ে দক্ষিণ মহানগর ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান নেন। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই এবং ঢাকা কলেজের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্যমতে, গোলাগুলিতে জড়িতরা ঢাকা মহানিগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী। গুলিবিদ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
পরে আন্দোলনকারীদের একাংশ এখনও চানখারপুল মোড়েই অবস্থান করছেন।