তুষার আহাম্মেদ – আজ ১১ ডিসেম্বর মহান মুক্তিযোদ্ধের গৌরবগাঁথা ইতিহাসে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিলো পদ্মা মেঘনা ইছমতি ধলেশ্বরী বিধৌত মুন্সীগঞ্জ জেলা।সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিববছর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে জেলার সর্বস্থরের মানুষ।
সোমবার দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জের চলছে নানা কর্মসূচি। সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযুদ্ধ সংসদ ইউনিটের আয়োজনে কালেক্টর মাঠ থেকে বিজয় র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষ মুক্তিযুদ্ধ সংসদ কমপ্লেক্সে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপণের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক জেলা কমান্ডার আনিসুজ্জামান আনিস সহ অন্যান্যরা। এছাড়াও শহরের পুরাতন ডাক বাংলো এলাকার বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এসময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।