গত বুধবার বেলা একটার দিকে মাকে সঙ্গে নিয়ে ফেনী সদর হাসপাতালে যান অন্তঃসত্ত্বা ফারজানা আক্তার। তাঁরা ঘর থেকে বের হওয়ার পর আকাশ ভেঙে বৃষ্টি নামে। সড়কে পানিও বাড়তে থাকে। পরে কাকভেজা হয়ে হাসপাতালে পৌঁছান দুজন।
সেদিন রাত দুইটার দিকে পুত্রসন্তানের মা হন ফারজানা। রাতের মধ্যেই হাসপাতালের নিচতলা পুরোপুরি ডুবে যায়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ–সংযোগ। তাঁরা আর বের হতে পারেননি।
গতকাল রোববার ফেনীর মহিপাল থেকে দুই ঘণ্টা হেঁটে হাসপাতালে গিয়ে কথা হয় ফারজানার সঙ্গে। দ্বিতীয় তলার শিশু বিভাগের সামনের মেঝেতে শুয়েছিলেন তিনি। পাশে ছেলে ও মা শাহানা বেগম।
গত বুধবার বেলা একটার দিকে মাকে সঙ্গে নিয়ে ফেনী সদর হাসপাতালে যান অন্তঃসত্ত্বা ফারজানা আক্তার। তাঁরা ঘর থেকে বের হওয়ার পর আকাশ ভেঙে বৃষ্টি নামে। সড়কে পানিও বাড়তে থাকে। পরে কাকভেজা হয়ে হাসপাতালে পৌঁছান দুজন।
সেদিন রাত দুইটার দিকে পুত্রসন্তানের মা হন ফারজানা। রাতের মধ্যেই হাসপাতালের নিচতলা পুরোপুরি ডুবে যায়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ–সংযোগ। তাঁরা আর বের হতে পারেননি।
গতকাল রোববার ফেনীর মহিপাল থেকে দুই ঘণ্টা হেঁটে হাসপাতালে গিয়ে কথা হয় ফারজানার সঙ্গে। দ্বিতীয় তলার শিশু বিভাগের সামনের মেঝেতে শুয়েছিলেন তিনি। পাশে ছেলে ও মা শাহানা বেগম।
হাসপাতালের নিচতলা পুরোপুরি ডুবে গেছে। স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট, জরুরি বিভাগ, স্টোর রুম, ব্লাড ব্যাংক—সবকিছু পানির নিচে। পানিতে ভাসছে হাসপাতালের নানা জিনিসপত্র।
সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগের চেয়ার–টেবিল পুরোপুরি ডুবে গেছে। কিছু ব্যাগ পানিতে পড়ে আছে। ওষুধের প্যাকেটও ভাসতে দেখা যায়।
হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ড, গাইনিসহ আরও বেশ কয়েকটি বিভাগ রয়েছে। সেখানে দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকার। কথা হয় রাজু আহম্মেদের সঙ্গে। একবুক পানি ঠেলে তিনি গতকাল হাসপাতালে পৌঁছান। তাঁর দুই বছর বয়সী ছেলের দাঁত ভেঙে গেছে। রাজু জানান, ছেলেকে মাথার ওপর নিয়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাঁকে। এসে কোনো চিকিৎসক পাননি।
লস্করহাটের বাসিন্দা আনোয়ারা বেগম শনিবার সকালে পানির তোড়ে ভেসে যাচ্ছিলেন। একটা গাছ আঁকড়ে ধরতে গিয়ে ব্যথা পান কোমরে। আনোয়ারা বেগম বলেন, অনেক কষ্ট করে হাসপাতালে পৌঁছান তিনি। হাঁটতে পারছেন না। চিকিৎসক না পেয়ে নার্সের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন।
চল্লিশোর্ধ্ব ওমর ফারুককে নিয়ে হাসপাতালে এসে আটকে গেছেন মা বিবি রহিমা (৬০)। তিনি জানান, অটোরিকশাচালক ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার হাসপাতালে এসেছেন তাঁরা। পানিতে ডুবে যাওয়ার পর থেকে খাবার ও পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। এ ছাড়া বৃহস্পতি ও শুক্রবার চিকিৎসক ও নার্স কেউ আসতে পারেননি।
কথা হয় হাসপাতালের কয়েকজন নার্সের সঙ্গে। জ্যেষ্ঠ স্টাফ নার্স ইতি বুশরা ও নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, শনিবার থেকে তাঁরা কাজ শুরু করেছেন। পানির কারণে হাসপাতালে এত দিন আসতে পারেননি। অন্তত এক শ রোগী রয়েছে হাসপাতালে। চিকিৎসকেরা বিভিন্ন ওয়ার্ডে সেবা দিয়েছেন।