মোঃ সাখাওয়াত হোসেন মানিক :
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার ও মুক্তিযুদ্ধে ঢাকা জেলা মুজিব বাহিনীর অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহিউদ্দিন (সাবেক এম.পি) এর ৮১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। তিনি ১৯৪২ সালের এইদিনে মুন্সীগঞ্জ জেলাধিন সদর উপজেলার অধিন মুন্সীগঞ্জ পৌরসভার কোর্টগাঁও নামক গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজি ওসমান গনি সাহেব ছিলেন তৎকালীন মহকুমা আদালতের মুক্তার এবং মা মলুদা বেগম ছিলেন একজন আদর্শবান গৃহিণী;
পিতা মাতার আদর স্নেহে লালিত-পালিত কিশোর মো. মহিউদ্দিন ছিলেন একজন ডানপিটে এবং ক্রীড়ামোদী ও সাহসী যুবক। স্কুল কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন তিনি, ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ইকবাল হল ছাত্র সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকসুর সদস্য। তৎকালীন ডাকসুর ভিপি প্রবীণ। সেই সুত্রে এবং বঙ্গবন্ধুর একান্ত ইচ্ছায় তিনি বঙ্গবন্ধুর একান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন।
বঙ্গবন্ধুর পাশে থেকে দেখে তিনি রাজনীতির পরিপক্কতা অর্জন করেন, বঙ্গবন্ধুকে খুনিরা হত্যার পর মো. মহিউদ্দিনকে জেল খানায় বন্দি করা হয়। সেই জেলেই তার পাশের কামরায় থাকা জাতীয় চার নেতাকে খুনিরা গুলি করে হত্যা করে। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরত আসলে মো. মহিউদ্দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পরেন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮১ সালে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৯১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। অধ্যাবদি তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে জেলা পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান পদেও দায়িত্বরত আছেন। বর্ণিল রাজনৈতিক জীবনের অধিকারী মুন্সীগঞ্জের লৌহ মানব, বঙ্গবন্ধু মহিউদ্দিন খ্যাত এই মহান নেতার আজ ৮১তম জন্ম বার্ষিকী পালিত প্রিয় নেতার জন্ম তাই প্রিয় নেতার জন্মদিনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মন্ডল , সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল , যুগ্ন সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক , এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মোল্লা ও জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। প্রিয় নেতার জন্য সকলেই মহান আল্লাহ’র নিকট দোয়া প্রার্থনা করে তার সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেছেন।