বৃহস্পতিবার বন্ধ থাকবে ঢাকার মার্কিন দূতাবাস

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। চলমান বৈষম্যবিরোধী আন্দোলন বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাতে মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরজুড়ে সহিংসতা বৃদ্ধি পাওয়ায়, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়।