মুহাম্মদ রাজু: পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে কমিউনিটিং পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে শহরের সুপার মার্কেট এলাকার ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক সদস্য, কমিউনিটি পুলিশিংয়ের নেতা, সরকারি হরগঙ্গা কলেজের রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি’র এর সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে পুলিশ লাইন্সে বেলুন ও পায়রা উড়ানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খানের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।
কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে জনতা ও পুলিশের সম্মিলিত কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়।