মুন্সীগঞ্জ সদরে দশ হাজার টাকার জন্য ছুড়ি দিয়ে গলা জবাই করে শাশুড়িকে খুন করেছে মেয়ে জামাই। গতকাল (রোববার) আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সূত্রে মিলেছে লোমহর্ষক এ তথ্য।
এর আগে শনিবার অভিযুক্ত জাহিদ হাসান তানভীরকে (২১) বজ্রযোগিনী ইউনিয়নের গুহপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানের নেতৃত্বে থাকা ডিবির উপপরিদর্শক শিমুল শেখ জানান, চলতি বছরের ৩ এপ্রিল সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে স্বামী হীনা নারী ঝর্ণা বেগমের (৪২) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও কোন কুলকিনারা পাওয়া যাচ্ছিলো না। সর্বশেষ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশলে নিহত ঝর্ণা বেগমের ছোট মেয়ে মিমের স্বামী জাহিদ হাসান তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে পুলিশের কাছে ও পরে আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিস্তারিত জানান।