তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জে “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এ স্লোগান এবং নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (০২জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদ এলাহী। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফয়জুল বারি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রায় ১৫০ জনের মাঝে সনদপত্র বিতরণ, বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন’কে প্রশংসাপত্র, পাঁচজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও একজন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল সাদা ছড়ি প্রদান করা হয়। সভায় বক্তারা জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এবং আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।