মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৭০কেজি গাঁজা ও ১৭৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ গোলাম রসুল হৃদয় (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি টিম।
সোমবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম রসুল হৃদয় পিরোজপুর জেলার নেছারাবাদ থানার স্বরূপকাঠি এলাকার বাসিন্দা ও ওই এলাকার মৃত আব্দুল্লাহ্ আল মামুনের ছেলে।
র্যাব-১০ এর এক প্রেরিত বার্তায় জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার মাদকের আখরা ক্ষ্যাত লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা ও ১৭৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গোলাম রসুল হৃদয় নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি