মুন্সীগঞ্জ শহরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জ শহরের পৌষের কনকনে শীতে বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন শহরে ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল। তিনি রোববার বিকেল, রাতে ও সোমবার (১ জানুয়ারী) সকালে শহরের পুরাতন কাচারিসহ বিভিন্ন ওয়ার্ডের প্রায় দু’শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। কম্বল বিতরনের সময় বিপুলসহ যুবলীগ নেতা সাবু কালাম, নজরুল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মালেকুন মাকসুদ বিপুল বলেন, আগামীতে আরো বেশি করে সহযোগিতা করার চেষ্টা করব। পাশাপাশি তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান। উল্লেখ্য, বিপুল রাজনীতির পাশাপাশি সামাজিক কাজে সবসময়ই মিলেমিশে থাকেন। করোনা মহামারীর সময় বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সুনাম অর্জন করেছেন। এবং তিনি হতদরিদ্র পরিবারকে সবসময়ই সাহায্য সহযোগিতা করে থাকেন।