শান্তিপূর্ণ কর্মসূচি ঠিক আছে, পুলিশের গায়ে হাত দিলে ছাড় নয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলন করছে, ঠিক আছে। পুলিশের গায়ে হাত দিক, তখন আইন আপন গতিতে চলবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমরা কোটা বাতিলের পর মুক্তিযোদ্ধার সন্তানরা আদালতে গেছেন। আদালত কোটা রাখার সিদ্ধান্ত দিয়েছেন। যখন এটা আদালতে গেছে, তখন সরকারের কিছু করার নেই। কিন্তু না, তারা আন্দোলন করেই যাবে।

রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আদালত থেকে যতক্ষণ কোটা সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ আমরা কোনো সিদ্ধান্তে যাবো না। আদালত থেকে সমাধান আসলে সেটাই সিদ্ধান্ত।

সরকারপ্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।