শ্রীনগরে ককটেল বিস্ফোরণ, ২ মোটরসাইকেল আরোহীকে মারধর

এবার মুন্সিগঞ্জের শ্রীনগরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। টায়ারে অগ্নিসংযোগের পাশাপাশি দুই মোটরসাইকেল আরোহীকে মারধরও করা হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাশুরগাঁও এলাকায় ফেরিঘাট-শ্রীনগর সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে।

স্থানীয়ারা জানান, পঞ্চম দফায় বিএনপির ডাকা অবরোধের আগের দিন রাতে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি টায়ারে অগ্নিসংযোগ করা হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল অতিক্রম করার সময় চালক জনি ও আরোহী নাহিয়ানকে মারধর করা হয়। তাদের মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি ককটেল পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।