‘সংখ্যালঘু মানুষ, সব সময় আতঙ্কে থাকি, মামলা করে শত্রু হতে চাই না’

শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ৫ ও ৬ আগস্ট নওগাঁ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত ২৪টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীদের মধ্যে আছেন হিন্দুধর্মাবলম্বী আওয়ামী লীগের নেতা-কর্মী, রাজনীতির সঙ্গে জড়িত নন এমন হিন্দু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন। এসব ঘটনায় গত দুই সপ্তাহে আইনি প্রতিকার চেয়ে কোনো ভুক্তভোগী মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করেননি।

৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত নওগাঁয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে অন্তত ৮৬টি। এর মধ্যে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৪টি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত যাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তাঁরা হলেন সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা মহিলা লীগের সহসভাপতি সোমা মজুমদার, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কুমার, একই উপজেলা আওয়ামী লীগের সদস্য মনোরঞ্জন মজুমদার, মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামন্ত লাল সরকার, মান্দার ভারশো ইউনিয়ন আওয়ামী লীগর সদস্য ও ইউপি সদস্য জয়ন্ত কুমার সরকার, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাংবাদিক গৌতম কুমার, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মন্মথ সাহা এবং সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মণ্ডল। এই ১০ আওয়ামী লীগ নেতার যেসব সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সরেজমিন দেখেছেন প্রথম আলোর এই প্রতিবেদক। আওয়ামী লীগের এসব নেতা বর্তমানে আত্মগোপনে আছেন। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় থানায় কোনো মামলা কিংবা জিডি করেননি তাঁরা।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন, নওগাঁয় সংখ্যালঘু সম্প্রদায়ের এমন ব্যক্তিদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ১৪টি ঘটনার খবর পেয়েছে প্রথম আলো। এর মধ্যে ৫ আগস্ট বিকেলে নওগাঁর ব্যবসায়ী পরিতোষ মণ্ডলের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর মধ্যে আছে একটি কোল্ডস্টোরেজ, একটি রেস্তোরাঁ ও একটি বহুতল ভবনের মালামাল।

পরিতোষ কুমারের ছেলে সুমার কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘৫ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে লাঠি, রড হাতে শত শত লোকজন লুটপাট চালায়। বাধা দেওয়ার চেষ্টা করলে আমাদের কর্মচারীরা মারধরের শিকার হয়েছে। স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, এমন কাউকে সেদিন দেখিনি। সন্ত্রাসীরা আমাদের প্রতিষ্ঠানের মালামাল থেকে শুরু করে সেখানে থাকা আসবাবপত্র পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। এতে আমাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

৬ আগস্ট সকালে মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মেসার্স সুনীল ট্রেডার্সের কীটনাশকের গুদামে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুনীল প্রামাণিকের দাবি, দুর্বৃত্তরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের শাটার ভেঙে ভেতরে ঢুকে দোকানে থাকা সব কীটনাশক লুট করে নিয়ে গেছে। এ ছাড়া দোকানে থাকা চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় তাঁর ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলের পদে ছিলাম না। কোনো দিন মিছিল-মিটিংয়ে যাইনি। তারপরেও আমার এত বড় ক্ষতি কেন করল, বুঝলাম না।’ এ ঘটনার পর মামলা না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যালঘু মানুষ আমরা। এমনিতেই সব সময় আতঙ্কে থাকি। তারপর মামলা করে মানুষের শত্রু হতে চাই না। যা ক্ষতি হওয়ার হইছে। ভগবানের কাছে বিচার দিছি, তিনি যেন এর বিচার করেন।’

৬ আগস্ট ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের কাউয়াকুড়ি গ্রামে নওগাঁ জেলা আদিবাসী পরিষদের সদস্য তারামনি তিগ্যার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। দুর্বৃত্তরা তারামনি তিগ্যার বাঁশ ও খড়ের বেড়ার বাড়িটি ভেঙে দেয়। তারামনি বর্তমানে পরিবার নিয়ে অন্যের বাড়ির বারান্দায় থাকছেন।

তিনি প্রথম আলোকে বলেন, ‘৬ আগস্ট রাত ৮টার দিকে ২০ থেকে ২৫ জন লোক অ্যাসে হামার বাড়িত হামলা করে। তখন বাড়িত হামি, হামার স্বামী, ছোট ছেলে ও আর ওর বউ আছিনু। ওরা অ্যাসেই শুরুতে হামাক মারধর করা শুরু করে। এরপর কোনো রকম হামরা দৌড়ে পালিয়ে অন্য একজনার বাড়িত লুকায়ে প্রাণ বাঁচাই। ওরা হামার ঘরেত থাকা চাল থেকে শুরু করে সব মালামাল লুট করে লিয়ে গেছে। বাড়ি ভ্যাঙে দিলে মাটির সাথে মিশে দিছে। এখন অন্যের বাড়ির বারান্দায় চারজন লোক কষ্ট করে থাকোছি।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘যারা হামলা করিছি, তাদেরকে ছিনতে পারিছি। ওরা বিএনপি করে।’