সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায়।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। অপরদিকে ‘বি’ গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।
টুর্নামেন্টে সবগুলো ম্যাচই বিকেল ৩টায় নেপালের দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচকে সামনে রেখে ম্যাচ ভেন্যুতে অনুশীলন বাংলাদেশ। লক্ষ্য শিরোপা জয়।
গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।