হাথুরুর ভবিষ্যৎ নিয়ে যা জানালেন নতুন বিসিবি প্রধান

সংস্কারের ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। জরুরি সভায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। বিসিবি সভাপতি হওয়ার পর বাংলাদেশ দলে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নতুন বিসিবি প্রধান।

বুধবার (২১ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরু সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুকে বাদ দেওয়া উচিত)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।’

তিনি আরও বলেন, ‘এরপর বাকিদের সঙ্গে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে নেবো। তারপরে…আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’