চট্টগ্রামের বাবর আলী পাহাড় জয় করতে দেড় মাস আগে যখন দেশে ছেড়েছিলেন, তিনি বলেছিলেন, বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা তার লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে এই তরুণ বেশি সময় নেননি।
সোমবার সকালে এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বাবর।
এভারেস্ট জয়ে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এই কৃতীত্ব অর্জন করলেন বাবর, আর চট্টগ্রামের কোনো পর্বতারোহীর এটাই প্রথম এভারেস্ট জয়।
সোমবার বাবরের এভারেস্ট যাত্রার প্রধান সমন্বয়ক ফরহান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেপালের স্থানীয় সময় সাড়ে আটটায় মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছেন বাবর আলী। ১১ বছর প্রতীক্ষার পর বাংলাদেশের কেউ আবার এভারেস্ট জয় করল।”
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের আমা দাবালাম চূড়া জয় করেছেন বাবার।